একজন প্রোফেশনাল মাত্রই জানেন যে ভ্যাট ও ট্যাক্স এর মাধ্যমে অর্জিত আয়ের মাধ্যমেই সরকার তার প্রয়োজনীয় ব্যয় মিটিয়ে থাকে আর দেশের অবকাঠামোগত উন্নয়নে এই অর্থ বিনিয়োগ করে থাকে। এক কথায় VAT ও TAX এর মাধ্যমে অর্জিত অর্থ সরকার দেশে সুষ্ঠু ব্যবসায়িক ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে ব্যয় করে থাকে।

 

এখন প্রশ্ন হল, সরকার কিভাবে এই VAT ও TAX আদায় করে থাকে? এটা দুইভাবে করা হয়। একটা হল জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে সরাসরি আদায় । এভাবে VAT আদায়ের হার সর্বোচ্চ ৮ থেকে ১০ ভাগ।   আরেকটা সরকার বিভিন্ন স্বীকৃত সংস্থাকে তার হয়ে VAT ও TAX আদায়ের অনুমতি দিয়ে থাকে। এর মধ্যে আবার এমন মেকানিজম করা আছে যে প্রতিষ্ঠান নিজেই অনলাইনে VAT প্রদানের যাবতীয় কর্মকাণ্ড সমাধা করে থাকে।

 

সুতরাং, প্রতিষ্ঠান যত বড়, VAT ও TAX সংক্রান্ত কর্মকাণ্ডও তত বড়। আর এই VAT ও TAX এর যাবতীয় কাজ নির্ভুলভাবে করতে পারলে প্রতিষ্ঠান  যেমন লাভবান হবে তেমনি একজন প্রোফেশনালও নিজের ক্যারিয়ারকে নিয়ে যাবেন অন্য উচ্চতায়। ২০২২-২৩ অর্থবছরে সরকার ৪,৩৩,০০০ কোটি টাকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তার সিংহভাগ আসবে কিন্তু এই  VAT ও TAX থেকেই। সুতরাং সামনের দিনগুলোতে যে VAT ও TAX এর উপর প্রশিক্ষিত প্রোফেশনালদের চাহিদা বাড়বে সে কথা বলার অপেক্ষায় রাখে না।

 

একটি জরিপে দেখা গেছে, প্রতিদিন একেকজন NBR কমিশনার গড়ে ৫ টি করে শুনানিতে অংশগ্রহণ করেন আর এই শুনানির মূল কারণ হল  সঠিকভাবে VAT ও TAX এর কাগজ পূরণ না করা বা এ ধরণের আরও অনেক কারণ যেগুলো কখনোই একজন দক্ষ VAT প্রফেশনলের চোখ এড়াতে পারত না। এভাবে দক্ষ VAT ও TAX প্রফেশনালের অভাবে অনেক প্রতিষ্ঠানকেই অযাচিত অর্থ ব্যয়, জরিমানা সহ প্রতিনিয়ত বিভিন্ন ভোগান্তির সম্মুখীন হতে হয়।

 

কর্পোরেট একাডেমিতে কাজ করার সুবাদে প্রতিদিন অসংখ্য প্রোফেশনালের সাথে কথা বলার সুযোগ হয় আর তাদের মধ্যে অনেকেই কোম্পানির বড় বড় পদে আসীন। তাদের ভাষ্য হচ্ছে কোম্পানিগুলোতে দক্ষ VAT ও TAX প্রোফেশনালের প্রচুর চাহিদা আছে। কিন্তু সেই অনুপাতে সুদক্ষ প্রোফেশনালের ঘাটতি প্রচুর। আর বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কোম্পানিগুলো তাদেরকেই চাই যারা একই সাথে বিভিন্ন বিষয়ে ভাল জ্ঞান রাখে। উদাহরণ স্বরূপ বলা যায়, যিনি একটি কোম্পানির ACCOUNTS বা COMMERCIAL এর দায়িত্বে আছেন ,  তিনি যদি  VAT ও TAX এও ভাল জ্ঞান রাখেন তবে কোম্পানি অন্য একজন লোক না রেখে তাকেই বেশী বেতন দিয়ে রাখবে। VAT ও TAX  প্রোফেশনালদের আরও বড় সমস্যা হচ্ছে BUSINESS COMMUNICATION. এই জায়গাতে ভালোভাবে দক্ষ না হওয়ার ফলে দিনশেষে তাদেরকে অনেক হ্যাপা পোহাতে হয় যার ফলে আসল লোকসানটা কোম্পানিরই হয়।

তাই সার্বিকভাবে বলা যায় VAT ও TAX এর পাশাপাশি BUSINESS COMMUNICATION, EMAIL WRITING, PROBLEM SOLVING SKILL, TIME MANAGEMENT, CRITICAL THINKING, EMOTIONAL INTELLIGENCE এ সমস্ত বিষয়েও যদি একজন প্রোফেশনাল দক্ষতা অর্জন করেন তবে তা নিশ্চিতভাবেই তাকে পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। কর্পোরেট একাডেমির বিভিন্ন কোর্সের মাধ্যমে যে কোন প্রোফেশনাল এ ধরণের সকল যোগ্যতা অর্জন করতে সক্ষম হবেন যা বর্তমান সময়ের চাকরীর বাজারের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ ও সময়োপযোগী দক্ষতা। 

Website | + posts

𝗖𝗛𝗜𝗘𝗙 𝗠𝗢𝗩𝗘𝗠𝗘𝗡𝗧 𝗠𝗔𝗞𝗘𝗥 and Corporate Trainer at Corporate Academy, 𝗣𝗮𝘀𝘀𝗶𝗼𝗻𝗮𝘁𝗲 𝘁𝗼 𝗵𝗲𝗹𝗽 𝗽𝗿𝗼𝗳𝗲𝘀𝘀𝗶𝗼𝗻𝗮𝗹𝘀 𝗳𝗶𝗻𝗱𝗶𝗻𝗴 𝘁𝗵𝗲𝗶𝗿 𝗯𝗶𝗴𝗴𝗲𝗿 𝗽𝘂𝗿𝗽𝗼𝘀𝗲 𝗼𝗳 𝗹𝗶𝗳𝗲✳️

Leave a Reply

Your email address will not be published.